Kiosk অধ্যয়ন গাইড আৰু কৌশল
যারা জানে যে কী করে
শিখতে হয় তারা যথেষ্ট জানে
।-হেনরি ব্রুকস আদামস
|
কোনো কিছু শেখার সবচে’ কাজের পথটাই হলো নিজেকে জানা ।
তোমার কাছে পদার্থবিজ্ঞান শেখাটা সহজ হতে পারে, কিন্তু টেনিস শেখাটা বড়ই কঠিন । এর উল্টোটাও সত্যি । শিক্ষা মাত্রেই একটা পদ্ধতি যা কিনা একাধিক ধাপ পেরিয়ে পুরো হয় । শেখার চারটা ধাপ হলোঃ এ পৃষ্ঠাটি ছেপে বের করো আর প্রশ্নগুলোর উত্তর দাও । তাতে যে উত্তরগুলো পাবে তাই দিয়েই এবং অন্যান্য অধ্যয়ন নির্দেশিকার ( Study Guide) সাহায্য নিয়ে তোমার পরিকল্পনা তৈরি করে ফেলো ।
অতীত দিয়ে শুরু করোঃ |
তুমি কেমন
করে শেখো -- এ নিয়ে তোমার অভিজ্ঞতা কেমন ?
তুমিকি পড়তে ভালোবাসো ? সমস্যা সমাধান করতে ? মুখস্থ করতে ? আবৃত্তি করতে তথা জোরে আওয়াজ করে পড়তে ? ব্যাখ্যা করতে ? বন্ধুদলের সামনে শেখা কথাগুলো আওড়াতে ? তুমি কি সারাৎসার তৈরি করতে জানো ? কী পড়লে তা নিয়ে কি
নিজেকে কখোনো প্রশ্ন করো? নানা উৎসের থেকে তথ্য
সংগ্রহের সুবিধে আছে কি ? তোমার
লখাপড়া করবার অভ্যেসগুলো কী রকম ? সেগুলো কী করে গড়ে উঠেছ? তুমি যা
শিখলে তা অন্যকে বোঝাতে গেলে সবচাইতে ভালো কী করে বোঝাবে ? |
বর্তমানে এগিয়ে এসোঃ |
এ বিষয়ে
আমি কতটা আগ্রহী ? সফলতার
জন্যে আমার চারপাশের পরিবেশটা কি ঠিক আছে ? এ বিষয়টা শেখার জন্যে আমার প্রতিজ্ঞাটি কিসের দ্বারা প্রভাবিত ? আমার কি
কোনো পরিকল্পনা আছে ? |
প্রক্রিয়াটিতে আসা যাক; বিষয় বস্তুঃ |
নাম বা
শিরোনাম কী ? এ নিয়ে
আমি ইতিমধ্যে কী জানি ? কোনধরণের
তথ্য আকর আমাকে সাহায্য করবে ? আমি যখন
লেখাপড়া করি তখন কি ‘বুঝতে পারলাম কি না’ এ নিয়ে নিজেকে প্রশ্ন
করি ? আমি কি
পড়তে পড়তে থেমে যাই এবং সারাৎসার তৈরি করি ? এ নিয়ে
কি আমার আরো সময়ের প্রয়োজন যাতে কিছু ভাবনা চিন্তা করে নিয়ে
পরে আবার বিষয়টিতে ফিরে আসতে পারি ? |
পুনর্বিবেচনা করার পথঃ |
আমি কদ্দূর
ঠিক করে করলাম ? আমি কতটা আরো ভালো করে করতে পারি ? আমার ক্ষমতা ও অক্ষমতা নিয়ে আমি যেভাবে কাজ করি তার সঙ্গে আমার পরিকল্পনা কি খাপ খেয়েছে ? আমি কি সঠিক সর্তগুলো বেছে
নিয়েছি ? আমি কি সফল হলাম ? |