Kiosk অধ্যয়ন গাইড আৰু কৌশল
মানুষ ;কীভাবে ;মানসিক চাপের
মুখোমুখী ;হয়—তার উপর ;নির্ভর
করে সে দু্র্ভাগ্যের থেকে লাভবান
হবে না ;ক্ষতিগ্রস্ত হবে। ।
মিহেলি সিঝেনমিহেলাই
ক্রোয়েসিয়ান/আমেরিকী (১৯৩৪) |
তুমি বাড়ির থেকে দূরে ;নিজের ;শিক্ষানুষ্ঠানের কাছে থাকতে শুরু করেছো । তার জন্যে জরুরি ব্যয় যোগাড় করতে ;;আর্থিক সাহায্য কোথায় পাওয়া যায় সেটি নানা দিক খোঁজে বের করতে তুমি ;বদ্ধপরিকর। তুমি জানতে পেলে যে একটা ছাত্রবৃত্তির জন্যে ;সম্ভবতঃ তোমার যোগ্যতা রয়েছে এবং এর জন্যে ;নির্দ্ধারিত দিনটি হচ্ছে ;তোমার বিদ্যালয়ের ;;প্রথম দিনটি। তুমি ;আর্থিক সাহায্য চেয়ে ;কার্য্যালয়ে যোগাযোগ করলে। ;;সেখানকার দায়ত্বপ্রাপ্ত যিনি তিনি; বললেন যে ;আপনাকে ;প্র-পত্রটি পাঠিয়ে দেবেন । যাই হোক, তাঁর ;;কথা এবং ;বিদ্যালইয়ের ;প্রথম দিনটির আনন্দ তোমাকে এই কাজটির থেকে সরিয়ে নিয়ে এলো। ;;বিদ্যালয় শুরু হবার দিন কতক যেতেই তুমি টের পেলে ;যে এই জরুরি ;প্র-পত্রটি তোমার কাছে এসে পৌঁছোয়ই নি। এদিকে তখন ;অন্তিম সময়ও পেরিয়ে গেছে। তুমি ;দায়িত্বে থাকা ভদ্রলোকের সঙ্গে দেখা করলে ইনি বললেন যে তোমার কাগজটি; যথাসময়ে পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু তুমি পাওনি আর ওদিকে শেষ দিনটিও পেরিয়ে গেছে। এখন তুমি কী করবে?
তোমার শাস্তিটির ( ছাত্রবৃত্তির থেকে ;বঞ্চিত হওয়াটা) ব্যাপারে ;প্রেক্ষাপটটি ;বিবেচনাতে নিয়ে আসা বেশ কঠিন কাজ। ;এই শাস্তিটি তোমার জন্যে ;সম্পূর্ণ অনাকাংক্ষিত। কিন্তু এই অভিজ্ঞতার থেকে কী শিক্ষা হলো?
প্রথমে কী ঘটেছে সেটি দেখা যাক । দুটো বাহ্যিক কারক এই দৃশ্যপটকে ;প্রভাবিত করেছেঃ প্র-পত্র নেয়া এবং নির্দ্ধারিত ( জমা দেবার ;) দিন।। হয় তুমি প্র-পত্রটি ;সংগ্রহ করে জমা দিতে ভুলেছ ;, নতুবা ;সেগুলো ডাকে হারিয়েছে । নতুবা কাগজগুলো পাঠানোই হয়নি । কিন্তু এখন সমস্ত ;কথাই গুরুত্বহীন হয়ে পড়েছে , কারণ জমা দেবার ;শেষ সময় পেরিয়ে গেছে । কারো উপর দোষ চাপিয়ে দিলেও পরইস্থিতির কোনো পরিবর্তন হবে না।
যাই হোক , তুমি যদি ;;প্র-পত্রটি ;জমা দেবার কাজটি তোমার ;;দিনপঞ্জীতে লিখে রাখতে , তবে তুমি ;এই সমস্যাটি এড়িয়ে চলতে পারতে । জমা দিবার জন্যে যাবার বেলা তুমি লক্ষ্য করেছো যে তোমার প্র-পত্রটি আনাই হয় নি, তখন সঙ্গে সঙ্গে কাজটি এগিয়ে যেতে পারতো ।
তুমি ;একটা বিষয়ে অধ্যয়নের জন্যে ;অতি আগ্রহী । ;প্রবেশ-পর্য্যায়ের ;একটি ;পাঠ্যক্রমের জন্যে তুমি খুব শ্রদ্ধা করো এমন এক ;শিক্ষকের কাছে নাম নথিভূক্ত করিয়েছো। প্রথম পরীক্ষাটি এলো —বিষয় হলো গে’ ক্ষেত্র অধ্যয়নের জন্যে ;জরুরি ;শব্দ সম্ভার। পরীক্ষাতে ;অতি ভাল করবে বলে তুমি ;দৃঢ় বিশ্বাসী। পরীক্ষার আগের দিন রাতে তোমার ;বন্ধুরা; একজনের ;জন্মদিন উদযাপন করছে আর তুমিও সেখানে ;যোগ দিয়ে দেরি করে ফেললে। পরদিন পরীক্ষাতে বসলে। ক’দিন পর ফল বেরুলে দেখা গেল তুমি পাশতো করোই নি, উলটে তমার নম্বরটি শ্রেণির মধ্যে বেশ শেষের দিকেই রয়েছে । কী করবে এখন ?
আমরা ;নিশ্চিত যে তুমি
;নিজেকে নিয়ে ;ভুল করে ;উঁচু ধারণা পোষণ করছিলে, অধ্যয়ন বা পুনঃপাঠ করবার
জন্যে ;সময় বের করে নাও নি। তুমি ;জন্মদিন; উদযাপন বা রাত করে বাইরে থাকার
;ফল কী ;হবে সেটি ;ধারণা করতে ;পারোনি।
এ ক্ষেত্রে ;পরীক্ষা এবং তমার
;;বন্ধুরা ;হলো ;বাহ্যিক কারক যেগুলো ;শ্রেণীতে ;শিক্ষাগ্রহণ আর
ক্ষেত্রঅধ্যয়নে তোমার ;সামর্থ্য; ও ;উদ্যোগের উপর ;;বাজে প্রভাব ফেলল।
টমাস এডিসন অসফল পরীক্ষা-নিরীক্ষাগুলোকে সফলতার ;যাত্রাতে ;এক একটা অংশ হিসেবে ;ধরে নিয়ে ;গৌরব করতেন । তিনি একবার বলেছিলেন যে তিনি ;অসফল হন নি বরং তিনি ;;অসফলতার; ;১০,০০০ টা পথ খোঁজে পেতে ;;সফল হয়েছিলেন।
তুমি আমাদের শূন্য স্থান পূরণ করবার ;অনুশীলনটি পুরো করেছো ।
যদি তুমি তোমার ;উত্তরগুলো নিয়ে ;সন্তুষ্ট, তবে সেগুলো ছেপে নাও।