Kiosk অধ্যয়ন গাইড আৰু কৌশল
মানুষ ;কীভাবে ;মানসিক চাপের
মুখোমুখী ;হয়—তার উপর ;নির্ভর
করে সে দু্র্ভাগ্যের থেকে লাভবান
হবে না ;ক্ষতিগ্রস্ত হবে। ।
মিহেলি সিঝেনমিহেলাই
ক্রোয়েসিয়ান/আমেরিকী (১৯৩৪) |
বাহ্যিক প্রেরণা আসে তোমার
বাইরের জগতখানার থেকে:
এটি তাৎক্ষণিক , দীর্ঘকালীন নয়। এ একটা পুরষ্কার
এমন কি শাস্তির চেহেরাতেও আসতে পারে। এতে অন্যের আবশ্যকতাও সন্নিবিষ্ট থাকে
যেগুলো তোমাকে প্রভাবিত করে। উদাহরনঃ
লেখাপড়া সম্পর্কিত তোমার
পছন্দগুলো কে প্রভাবিত করে ?
তুমি কী শিখবে, কী করে, কখন শিখবে এ কথাগুলো
কে নিয়ন্ত্রণ করে বলে ভাবো ?
মা-বাবা/অভিভাবক | সন্তান | স্বামী /স্ত্রী | বেঙ্ক / ঋণদাতা আধিকরীক |
শৈক্ষিক উপদেশন | শিক্ষক | নিয়োগ কর্তা | অন্য |
এই ব্যক্তি বা কার্যালয় তোমার শিক্ষাকে কী করে প্রভাবিত করে , সংক্ষেপে বর্ণনা করো ।
একটি পুরোনো মার্কিন প্রবাদা আমাদের ‘পুরষ্কারে চোখ’ রাখতে উৎসাহীত করে ( Keep your eye on the prize) । বেসবল খেলার বিজয়ী কতটা অনুশীলন করেন বলে মনে হয় ? কতবার তাঁকে বল না মারতে পারার জন্যে বেরিয়ে যেতে হয়? সব সময় দৈনন্দিন কাজ এবং দায়িত্বগুলোতে একাগ্র মনোযোগ দিও—লক্ষ্য মনে রেখে , বিশেষ করে যখন অনেকগুলো কাজকে কঠিন যেন মন হয়।
উদাহরণঃ
খণ্ড ৪ঃ
মানসিক চাপ এবং
বাহ্যিক প্রত্যাহ্বান
তোমার লেখাপড়াকে এক
নিরবচ্ছিন্ন পরিকল্পনা হিসেবে গণ্য করো ।
বাহ্যিক পুরস্কার এবং শাস্তিকে
প্রেক্ষাপটে রেখে এগোও ।
বাইরের থেকে অন্যে কী প্রতিক্রিয়া জানালো সে কথা ভুলে গিয়ে তোমার লক্ষ্য এবং এর থেকে লাভ কী হবে সে দিকে চোখ রাখো ।