যে কোনো কথা যথার্থভাবে ফলপ্রসূ হবে তখনি, যখন সময়ের অনুক্রম সঠিক হবে। --
মার্ক টুইন, আমেরিকা, ১৮৩৫-১৯১০
|
সময়ের ব্যৱস্থাপনাঃ
শিক্ষানুষ্ঠানের দিন বারের তালিকা অনুযায়ী কর্মসূচী নির্ধারণঃ
(এ এক বিস্তৃত পরিসরের ছবি, একে বেশি বিস্তৃত করা ঠিক নয় )
- শিক্ষানুষ্ঠানের জন্যে নির্ধারিত কাজ বা ষান্মাসিকের জন্যে নিরূপিত দিন-বারের তালিকাটি হাতে নাও
- তোমার শ্রেণিগুলোর জন্যে প্রয়োজনীয় তারিখগুলো নিয়ে আলাদা এক কেলেণ্ডার তৈরি করা। তাতে থাকবেঃ
প্রশ্ন অনুযায়ী অধ্যয়ন, বন্ধ, ছুটি, প্রশ্নোত্তর লেখা, প্রাসঙ্গিক অধ্যয়ন, প্রকল্প প্রস্তুতকরণ, শিক্ষাবর্ষের আভ্যন্তরীণ পরীক্ষা, বাছাই পরীক্ষা, শিক্ষান্ত পরীক্ষা ইত্যাদি।
- পারিবারিক এবং সামাজিক জীবনের জন্যে দরকারি তারিখগুলো অন্তর্ভূক্ত করো ।
- প্রতিটি সপ্তাহের জন্যে দৈনিক কর্মসূচী একটি তৈরি করো, যাতে রুটিনের সঙ্গে গুরিত্বপূর্ণ দিনগুলোরও উল্লেখ থাকবে।
- তুমি যেখানে লেখাপড়া কর সেই নির্দিষ্ট জায়গায় যাতে সহজেই চোখে পড়ে সেভাবে ওখানা সেঁটে রেখো , যাতে তোমার প্রতিটি করণীয় কাজ, সেই কাজের পুনর্নিরীক্ষণ এবং অগ্রগতির খতিয়ান নিতে সহায়ক হয়।
- প্রতি সন্ধে একটা সময় ঠিক করে নাও , যি সময়টিতে তুমি পরদিনের কাজগুলো নিয়ে আগে থেকেই ভেবে রাখতে পারো। এই যেমন ধরো , রুটিনের কাজের উপরেও কারো সঙ্গে দেখা করা, কোনো দরকারে কোথাও যাওয়া ইত্যাদির জন্যে সময় ঠিক করে রাখতে পারো।
- প্রতিদিনের কর্মসূচী সকালে একবার নিরীক্ষণ করে ফেলাটা দরকার । তখন কাজগুলো ওলট পালট হয় না ।
সময় এবং সম্পদ ব্যবস্থাপনার ধারা]