পরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে ভালো করে করা কাজের সমাপনো সাধারণত শুভ হয়।
–সফোক্লেস ,
খ্রীঃ পূঃ ৪৯৬- ৪০৬
|
সময়ের ব্যবস্থাপনা
আমার দিনটির কার্যসূচীঃ
তুমি কী করে সময় কাটাও তার পুনর্নিরিক্ষণ কর।
অগ্রাধিকার ভিত্তিতে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রাধান্য নির্ণয় কর।
দুটোর মধ্যে তুলনা করে দেখো ।
নিচে চারটি ক্রম অনুসারে সময়ের একটা হিসেব করতে পারলে তোমাৰ সুবিধে হতে পারে
কী করে করবে ? পরে কাজে লাগবে বলে এটা ছেপে বের করে নাও
সময় এবং সম্পদ ব্যবস্থাপনার ধারা]